ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!

হার্টফোর্ড (কানেক্টিকাট) থেকে: কানেক্টিকাটে আগাম ভোটকে আলিঙ্গন করতে আগাম তুষারপাত শুরু হয়েছে। অনেকেই ভাবতেই পারছেন না, এই অক্টোবরে তুষার পড়তে শুরু করলো।

আর্লি ভোট চলছে এখানেও। ৮ নভেম্বরের মূল ভোটাভোটির দিন যারা অন্য কারণে ভোট দিতে পারবেন না, তাদের জন্যই এই আর্লি ভোট। তবে প্রাকৃতিক দুর্যোগও মাথায় রাখা হয়। ভোটের দিনে ঝড়-বৃষ্টি হতে পারে সে ভয়ও থাকে। বিশেষ করে এ বছর এল নিনোর প্রভাবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিম গোলার্ধের দেশগুলোতে সাইক্লোন, বন্যা জলোচ্ছ্বাস প্রায়শই হচ্ছে।

২০১২ সালে যে ভয়াবহ স্যান্ডি নিউজার্সি, নিউইয়র্ককে বিধ্বস্ত করে দিয়ে যায়, তা আঘাত হানে ভোটের ঠিক সাত দিন আগে। সেবার ছিলো বারাক ওবামার দ্বিতীয় দফার নির্বাচন। তাতে ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পড়ে। যা ছিলো আগের দফায় ২০০৮ সালের নির্বাচনের চেয়ে ১ শতাংশ কম, আর ২০০৪ সালের চেয়ে প্রায় ৪ শতাংশ কম। অনেকেরই ধারণা সেবার স্যান্ডির কারণেই টার্নওভার কম হয়েছিলো।
 

এবছরও যে ঝড়-বৃষ্টির আশংকা নেই তা নয়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, নিউইয়র্কে ৮ নভেম্বর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এর আগের দিন ৬ ও ৭ নভেম্বর বৃষ্টিপাতও হতে পারে।

এদিকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত, সঙ্গে তুষারপাতও। বোস্টন, কানেক্টিকাটে ব্যাপক তুষারপাত হয়েছে। কানেক্টিকাটের ম্যানচেস্টারে ৩ ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে।  

ম্যানচেস্টারের বাসিন্দা শফিউল আলম বাংলানিউজকে বলেন, এবছর আগেভাগেই তুষারপাত হলো। ‘হোয়াইট ক্রিসমাস’ বলে একটা কথা আছে।

ক্রিসমাসের আগে একটু তুষারপাত হয়, তবে জানুয়ারি থেকে ঘন তুষার পড়তে শুরু করে। সেদিক থেকে কানেক্টিকাটের বাসিন্দা মনে করেন এবার আর্লি স্নোয়িং হলো। আর্লি ভোটের সময়ে আর্লি তুষারপাত।  
 

তবে আর্লি ভোটে বিশ্বাসী নন এই বাংলাদেশি আমেরিকান। তিনি জানান, ভোট দিতে নির্বাচনের দিনেই যাবেন। তা আবহাওয়া ভালো থাকুক কিংবা খারাপ।

এখানে ২০১২ সালের নির্বাচনের সময়ের কথা স্মরণ করা যেতে পারে। সে বছর ৬ নভেম্বর ছিলো নির্বাচনের দিন। তার আগে ধারণা করা হচ্ছিল, খারাপ আবহাওয়ায় বিপর্যস্ত হতে পারে ভোটের দিনটি। অনেকই ধারণা করছিলেন ভোটের দিন তুষারপাত ও বৃষ্টিপাত হবে। আর সে আবহাওয়া নির্বাচনকে প্রভাবিত করবে।

যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মধ্যে এমনিতেই ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে। তার মধ্যে আবহাওয়ার সামন্য ছুতো পেলেই তারা ভোট দিতে যেতে চায় না। সাধারণ তাপমাত্রার চেয়ে একটু কম বেশি হলেই তারা ঘরে বসে থাকতে চাইবে। তাই যদি বৃষ্টি নামে, তুষার পড়ে, বরফ জমে ভোটকেন্দ্রে উপস্থিতি কমে যাবে বড় হারে। আর তাতে নির্বাচনের ফলই প্রভাবিত হবে। বিশেষ করে সুইং স্টেটগুলোতে তার প্রভাব সুস্পষ্টভাবেই দেখা যাবে।  

** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
আরও পড়ুন

***বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
*** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
*** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
*** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
***বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
*** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
***অদ্ভুত এক নির্বাচনের দেশে!
***
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।