ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য ছবি: হিলারি ক্লিনটন

নিউইয়র্ক থেকে: কোমে বোমায় হিলারি ক্লিনটনের নির্বাচনী দৌড়ে যে ক্ষতির শঙ্কা করা হচ্ছিলো তা কিন্তু ঘটেনি। অন্তত একটি জরিপের ফল সেটাই বলছে।

যুক্তরাষ্ট্রের প্রধান সারির সংবাদপত্র হাফিংটন পোস্ট বলছে সবশেষ জনমত জরিপ মতে, জনপ্রিয়তায় কোনোই কমতি ঘটেনি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এই ডেমোক্র্যাট প্রার্থী যেভাবে এগিয়ে ছিলেন এখনও তেমনই রয়েছেন। পলিটিকো/মর্নিং কনসাল্ট যৌথভাবে এই জরিপ চালায়।

এফবিআই পরিচালক কোমে এক অনুসন্ধানের ভিত্তিতে জানাচ্ছিলেন হিলারির প্রধান সহযোগী হুমা আবেদিনের ব্যক্তিগত সার্ভারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর ই-মেইল পাওয়া গেছে। ওই সার্ভার হুমার স্বামী যৌন কেলেঙ্কারিতে জড়ানো অ্যান্থনি ওয়েনারও ব্যবহার করতেন।

কংগ্রেস নেতাদের চিঠি দিয়ে সে কথা জানান জেমস কোমে। বিষয়টি দ্রুতই মিডিয়ায় চলে আসে। আর ধারণা করা হচ্ছিলো এতে হিলারি ক্লিনটনের জনপ্র্রিয়তায় ধস নামবে।

কিন্তু সোমবার প্রকাশিত জরিপ ফলে দেখা গেছে, হিলারি এখনও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছন। শনিবার ও রোববার সম্ভাব্য ভোটারদের মধ্য জরিপটি চালানো হয়। এতে হিলারি পাচ্ছেন ৪৬ শতাংশ ভোটারের সমর্থন আর তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পাচ্ছেন ৪৩ শতাংশের সমর্থন।

ব্যবধান আগের মতোই ৩ পয়েন্টে রয়েছে। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবারের জরিপে হিলারি ৪২ ও ট্রাম্প ৩৯ শতাংশের সমর্থন পাচ্ছিলেন।

শুক্রবার বোমাটি ফাটান জেমস কোমে। আর এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রথম প্রশ্নই ছিলো তারা ইমেইল সংক্রান্ত বিষয়টি জানেন কিনা। ৮৯ শতাংশই উত্তর দেন তারা জানেন। আর ৩৯ শতাংশই জানান, এতে তাদের ভোটের সিদ্ধান্তে কোনোই পরিবর্তন আসবে না আর তারা হিলারিকেই ভোট দেবেন। তবে রিপাবলিকান হিসেবে নিবন্ধিতদের দুই-তৃতীয়াংশই বলেছেন, তারা ডেমোক্র্যাট প্রার্থীকে এ জন্য আরও অপছন্দ করছেন। আর ইন্ডিপেন্ডেন্টদের ৪২ শতাংশ বলেছন, এই ঘটনার পর তারা হিলারিকে ভোট নাও দিতে পারেন।

এদিকে এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টও রোববার তাদের নতুন জরিপের ফল প্রকাশ করেছে। সিবিএস প্রকাশ করেছে ব্যটলগ্রাউন্ডগুলোর ওপর তাদের বিশেষ জরিপের ফল। এদুটো জরিপেই দেখানো হয়েছে জেমস কোমের ওই ঘোষণা হিলারি ক্লিনটন শিবিরে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা এখনও ভোটের সিদ্ধান্ত নেননি তাদের ওপর।  

এদিকে হাফিংটন পোস্টের নিজস্ব জরিপে বরাবরের মতোই গড়পড়তা ৭ পয়েন্টে এখনও এগিয়ে রয়েছন হিলারি ক্লিন্টন। পলিটিকো/মর্নিং কনসাল্ট'র জরিপের ব্যবধান তার চেয়ে কম আর সব মিলিয় কোমে পত্রের পরেও ক্লিনটন সব জরিপেই এগিয়ে রয়েছেন। তবে ব্যবধান খানিকটা কমে এসেছে। তবে ওই ঘটনার পর এটাই প্রথম জরিপ। ধীরে ধীরে সম্ভাব্য ভোটারদের মতামত পাল্টাতে পারে।

ভোটাররাই সিদ্ধান্ত নিতে পারবেন তাদের কাছে এই ই-মেইল ব্যবহারটি অনেক বড় কিছু নাকি ডোনাল্ড ট্রাম্পের নারীর প্রতি অবমাননা, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বড় কিছু। এক জরিপে দেখা গেছে হিলারির ই-মেইল সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দিচ্ছেন ৪৫ শতাংশ ভোটার। অন্যদিকে ট্রাম্পের আজেবাজে কাজ ও কর্মকে ভালোভাবে দেখছন না ৪৮ শতাংশ ভোটারই। আর ডেমোক্র্যাটদের ৮৫ শতাংশই মনে করেন ট্রাম্পের বক্তব্য মেনে নেওয়া যায় না। আর অন্যদিকে ৮২ শতাংশ রিপাবলিকান মেনে নিতে রাজি নন হিলারির ইমেইল কেলেঙ্কারি।

আরও পড়ুন
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
***হুমাকে নিয়ে সংকটে হিলারি!
*** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
*** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
*** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে

*** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
***বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
*** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
*** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
*** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
***বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
*** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
***অদ্ভুত এক নির্বাচনের দেশে!
***
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময় ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।