ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন ছবি: সংগৃহীত

লস এঞ্জেলস (ক্যালিফোর্নিয়া থেকে): এখানে লস এঞ্জেলসে আজও চলছে আগাম ভোট। শেষ সপ্তাহান্তে বিপুল সংখ্যক মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে।

এখানে এই সপ্তাহান্তে ৫ ও ৬ নভেম্বর আগাম ভোট হচ্ছে ক্যালিফোর্নিয়ার এই কাউন্টিতে। এর আগে এখানে আগাম ভোট হয়ে গেছে ২৯ ও ৩০ অক্টোবর।

একাধিক কেন্দ্রে ঘুরে ঘুরে দেখা গেলো বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে যাচ্ছেন। সপ্তাহান্তের সুযোগ কাজে লাগাতে চান তারা। ভোটের দিনে যাদের কাজ রয়েছে, তারা যেমন ভোট দিচ্ছেন, যারা আগেভাগেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটের দিনের ঝামেলা এড়াতে চান তারাও রয়েছেন এসব লাইনে।

কথা হচ্ছিলো লস এঞ্জেলস কাউন্টির একজন ভোট কর্মকর্তার সঙ্গে। তিনি জানালেন এবারের মতো এতে আগাম ভোট দিতে আর দেখেননি। ভোটারদের মধ্যে আগাম ভোটে আগ্রহ বেড়েছে।
কেন্দ্রে কেন্দ্রে কাজ করছিলো অনেক ভোটকর্মীও। তারা ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি যেমন বাতলে দিচ্ছিলেন, তেমনি উদ্বুদ্ধও করছিলেন ভোট দিতে।
ভোট কর্মীরা এই বিপুল সংখ্যক ভোটার উপস্থিতিতে খুশি হলেও ভোট দিতে যারা এসেছেন তাদের মধ্যে দেখা গেলো অন্য প্রতিক্রিয়া। তাদের কয়েকজনই বললেন, ঝামেলা এড়াতে একটু স্বস্তির জন্য আগাম ভোট দিতে এসেও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, এটা অস্বস্তিকর।

আবার কেউ কেউ রয়েছেন এই লাইনে যারা ভোট দেওয়াকে দায়িত্বের বাইরে উপভোগ্য হিসেবেও দেখছেন। কেউ কেউ শিশুদের সাথে করে নিয়ে এসেছেন। শিশুরা খেলাধুলা করছে, বড়রা লাইনে অপেক্ষা করে আছেন ভোট দেবেন বলে।

রোববার লস এঞ্জেলস ছাড়াও আগাম ভোট হচ্ছে সোক্যাল কাউন্টিতে। রিভারসাইড কাউন্টি ও অরেঞ্জ কাউন্টিতেও চলছে আর্লি ভোট। এর মধ্যে রিভারসাইড কাউন্টিতে গত ১১ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহান্তের শনিবারগুলোতে ভোট নেওয়া হচ্ছে। লস এঞ্জেলসে ভোট নেওয়া হয় সপ্তাহান্তের শনি ও রবি দুই দিন করে। আর অরেঞ্জ কাউন্টিতে গত ২৯ অক্টোবর শনিবার শুরু হয়ে আগামীকাল ভোটের আগের দিন ৭ নভেম্বর পর্যন্ত চলবে।  

বাংলাদেশ সময: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএমকে

আরও পড়ুন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'

** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
**
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।