ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ

হিলারির জয় আর ট্রাম্পের পরাজয়ের বিষয়ে এখন অনেকাংশেই নিশ্চিত যুক্তরাষ্ট্রে কম্পিউটার ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।

নিউইয়র্ক থেকে: হিলারির জয় আর ট্রাম্পের পরাজয়ের বিষয়ে এখন অনেকাংশেই নিশ্চিত যুক্তরাষ্ট্রে কম্পিউটার ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।

ডিস্ট্রিক্ট কলাম্বিয়ার ভার্জিনিয়াবাসী এই বাংলাদেশি আমেরিকান বাংলানিউজকে বললেন, যুক্তরাষ্ট্রে রচিত হতে যাচ্ছে দুটি ইতিহাস।

এক. এই প্রথম কোনো নারী হতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট, আর দুই. কোনো দম্পতির দুজনই হতে চলেছেন প্রেসিডেন্ট।

রোববার (৬ নভেম্বর) থেকেই হিলারি ক্লিনটনের জয়ের বিষয়টি অনেকটা স্পষ্ট হতে শুরু করে।

হানিপ বলেন, এফবিআই'র পরিচালক জেমস কোমির পক্ষ থেকে ই-মেইল সংক্রান্ত একটি চিঠি কংগ্রেসম্যানদের কাছে পাঠানোর পর যে সঙ্কটে পড়েছিলেন হিলারি, তা থেকে কোমি নিজেই তাকে মুক্ত করেছেন। এক্ষেত্রে হিলারি ক্লিনটনের কোনো অপরাধ নেই সে বিষয়টি পরিষ্কার হওয়ার থেকেই পরিস্থিত পাল্টে যেতে শুরু করে। আর জয়ের পাল্লা হিলারির দিকে ঝুঁকতে থাকে।

তিনি বলেন, এটি স্রেফ ভোটের রাজনীতিই নয়, আমি মনে করি এর সঙ্গে অর্থনীতির স্পষ্ট যোগ রয়েছে। তিনি তথ্য দেন, গত রোববার থেকে হিলারির পক্ষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। আর তারই ফল হিসেবে সোমবার ওয়ালস্ট্রিটে শেয়ার বাজারের সূচক ৩০০ পয়েন্ট বেড়ে যায়।

হানিপ বলেন, এটিই স্বাভাবিক। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হলে স্টক মার্কেটে কোনো পরিবর্তন আসবে না, বরং তা ফুলে-ফেঁপে বড় হবে। তবে ট্রাম্প নির্বাচিত হলে শেয়ার মার্কেটে বিনিয়োগ কমে যাবে, ধস নামবে।

সবচেয়ে বড় কথা ট্রাম্প নির্বাচিত হলে গোটা বিশ্বের কাছে আমেরিকা যে হাস্যকর দেশে পরিণত হতো, হিলারির জয়ের মধ্য দিয়ে তা থেকেই রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে-বলেন হানিপ।

রেজিস্টার্ড ডেমোক্র্যাট এই বাংলাদেশি আমেরিকান মঙ্গলবার ভার্জিনিয়ায় তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আর তা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকেই দেবেন বলে জানান।

আরও পড়ুন>>

** ক্রিস্টাল প্যালেস প্রস্তত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান

** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।