ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ভোটাররা। এ ভোটগ্রহণকে কেন্দ্র করে জ্যাকস হাইটস এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

জ্যাকসন হাইটস (নিউইয়র্ক) থেকে: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ভোটাররা। এ ভোটগ্রহণকে কেন্দ্র করে জ্যাকস হাইটস এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টায় জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল সিক্সটি নাইন ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ ‍শুরু হয়। এখানে ভোটাররা ভোট দিচ্ছেন বাংলা ভাষায় প্রস্তুত করা ব্যালটে। ভোটগ্রহণ করা হচ্ছে ব্যালট এবং মেশিন দু’ভাবেই।

ভোটগ্রহণ শুরু হওয়ার আগ থেকেই এ ভোটকেন্দ্রে বিপুলসংখ্যক বাঙালি ভোটার জড়ো হন। আর ভোটগ্রহণ শুরু হতেই আরও বেড়ে যায় ভিড়।

তবে বেশ ভিড় দেখা গেলেও ভোটগ্রহণ চলছে স্বাভাবিকভাবেই। ভোটারদের মধ্যে বেশ আমেজ-উৎসাহও লক্ষ্য করা যাচ্ছে। এখানে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বলছেন, তারা এমন ভিড় এর আগে কখনো দেখেননি। দায়িত্বপ্রাপ্ত এক বাঙালি ভোটকর্মী বলেন, সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রে অনেক ভোটার জড়ো হন। আর ভোটগ্রহণ শুরু হতেই পুরো কেন্দ্র মুখরিত হয়ে ওঠে।

এই কেন্দ্রে এক্সিট পোল জরিপ চালাচ্ছে ‘ছায়া সিডিসি’ নামে একটি সংস্থা। তারাও বলছে, বাঙালি অধ্যুষিত এই ভোটকেন্দ্রে এবারই এমন নজিরবিহীন ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে, জ্যাকসন হাইটসের পাশাপাশি ভোটগ্রহণের খর আসছে নিউইয়র্কেরই বাঙালি অধ্যুষিত ব্রুকলিন, ব্রন্কস ও ওজন পার্কসহ বিভিন্ন এলাকা থেকে। সেখানেও ঠিক বাংলা ভাষার ব্যালটে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬/আপডেট ১৯২৭ ঘণ্টা
এইচএ/এমএমকে/

আরও পড়ুন
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।