ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

দুপুর-বিকেলে বেড়েছে ভোটের ভিড়, বয়স্করা কেন্দ্রে (ভিডিও)

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
দুপুর-বিকেলে বেড়েছে ভোটের ভিড়, বয়স্করা কেন্দ্রে (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন (৮ নভেম্বর, মঙ্গলবার) দুপুর ও বিকেলে নিউইয়র্কের ভোট কেন্দ্রগুলোতে ভিড় আরও বেড়েছে।  কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দেখা গেছে বাইরে দীর্ঘ লাইন। ভেতরে পোলিং বুথগুলোতে একের পর এক ভোট চলছে। কারো কারো আধঘণ্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন (৮ নভেম্বর, মঙ্গলবার) দুপুর ও বিকেলে নিউইয়র্কের ভোট কেন্দ্রগুলোতে ভিড় আরও বেড়েছে।  কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দেখা গেছে বাইরে দীর্ঘ লাইন।

ভেতরে পোলিং বুথগুলোতে একের পর এক ভোট চলছে। কারো কারো আধঘণ্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এই সময়ে তাদের কারো কারো হাতে বই, কারো হাতে ম্যাগাজিন, আর অবধারিতভাবে প্রায় সকলকেই দেখা গেলো মোবাইল ফোনে মগ্ন। সবাই নীরবে অপেক্ষা করছেন নিজের সময় ও পালা আসার।  

দুপুরের দিকে দেখা গেলো প্রচুর সংখ্যক বয়স্ক তাদের ভোট দিতে এসেছেন। কেউ হুইল চেয়ারে চেপে, কেউ অন্যের কাঁধে ভর দিয়ে কিংবা কেউ কারো হাত ধরে।  

নিউইয়র্কের ডিটমার্স ব্লুভার্ড শেতাঙ্গ অধ্যুষিত। এখানে ভোটারদের মধ্যে অধিকাংশই শেতাঙ্গ। তারাও এসেছেন ব্যাপক হারে ভোট দিতে। তবে এর মধ্যে কেউ কেউ তাদের ভোটিং ডিস্ট্রিক্ট নিয়ে কিছুটা বিপাকে পড়ছেন দেখা গেলো। এক বৃদ্ধা বেশ খানিকটা সময় লাইনে দাঁড়িয়ে থেকে জানতে পারলেন তার ভোট এই কেন্দ্রে নয়।  

তাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে সহযোগিতা করছিলেন ভোটের একজন কর্মী। তিনি বুঝিয়ে বলছিলেন কোন সেন্টারে তার ভোট হবে।  

অ্যাস্টোরিয়া ব্লুভার্ডে গিয়ে দু’টি সেন্টারে দেখা গেলো একই ধরনের চিত্র। দীর্ঘ লাইনে বাইরে অপেক্ষা। আর ভেতরেও ভিড়। এখানে যারা ভোট দিতে এসেছেন তাদেরকে বিভিন্ন ভাষায় সহযোগিতা করতে রয়েছেন বিশেষ ইন্টারপ্রেটর। ম্যানহাটনের একাধিক সেন্টারেও দেখা গেলো একই চিত্র।  

ভোট দেওয়ার পদ্ধতিও বাতলে দিচ্ছেন তারা। এছাড়া পোস্টার করে ভোটের নিয়মাবলী তুলে ধরে তা সেঁটে দেওয়া হয়েছে কেন্দ্রের মুখে ও বিভিন্ন স্থানে। এতে দেখানো হয়েছে ভোটের তিনটি ধাপ।  

প্রথম ধাপ ব্যালট সংগ্রহ। এজন্য প্রত্যেককে নিজস্ব ইডি কিংবা এডি টে সাইন ইন করতে হবে। আর সাইনইন করা হলেই দেওয়া হচ্ছে একটি কাগজের ব্যালট। দ্বিতীয় ধাপে ভোট দেওয়ার কাজটি। এ পর্যায়ে ভোটাররা তাদের ভোটের গোপনীয়তা সুরক্ষায় বুথের ভেতর যাচ্ছেন। সারিবদ্ধভাবে সাজানো বুথগুলোতে গিয়ে ভোটাররা ব্যালট মার্কিং দিয়ে ব্যালটের বৃত্তগুলো পূরণ করছেন।  

তৃতীয় ধাপে স্ক্যানিং। স্ক্যানিংয়ের জন্যও আরেকধাপ কিউতে অবস্থান। অবশেষে নিজের সুযোগ এলে ভোটাররা তাদের ব্যালট জমা দিয়ে ভোট শেষ করবেন।  

ভোটের কর্মীরা জানান, অনেক ভোটারই তাদের ভোট দেওয়ার সময় প্রক্রিয়া ভুলে যান। তাই তাদের প্রতিবারই শিখিয়ে-পড়িয়ে দিতে হয়। বিশেষ করে যারা বয়স্ক তাদের জন্য এই সেবা জরুরি।

আর অভিবাসীদের মধ্যে অনেকেই ভাষাগত সমস্যায় থাকেন, তাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ভাষার ইন্টারপ্রেটর। স্প্যানিশ, চীনা, কোরিয়ান, বাংলা ও হিন্দি ভাষায় এই সুবিধা রাখা হয়েছে।  

কর্মীদের একজন জানালেন, যারা পড়তে পারেন না, যারা চোখে কম দেখেন, বিএমডি ও স্ক্যানার যারা ব্যবহার করতে জানেন না, তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এইচএ/এমএমকে

আরও পড়ুন
** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ফেসবুকে ভোটের আমেজে...উৎসবে​
**‘সকালেই এতো ভোটারের উপস্থিতি আর দেখিনি’
**বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে

**বাংলা ব্যালটে ভোট যুক্তরাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে
** প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।