ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

৫ বলে ২০ রান করতে হবে ট্রাম্পকে, যা প্রায় অসম্ভব

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
৫ বলে ২০ রান করতে হবে ট্রাম্পকে, যা প্রায় অসম্ভব ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

হাতে ৫ বল থাকলে আর জয়ের জন্য যদি প্রয়োজন হয় ২০ রান তাহলে ক্রিকেট টিমের যে দশা হয় ডোনাল্ড ট্রাম্পের দশা এখন তাই। তিনি কিন্তু জিতেও যেতে পারেন। তবে...

নিউইয়র্ক থেকে: হাতে ৫ বল থাকলে আর জয়ের জন্য যদি প্রয়োজন হয় ২০ রান তাহলে ক্রিকেট টিমের যে দশা হয় ডোনাল্ড ট্রাম্পের দশা এখন তাই। তিনি কিন্তু জিতেও যেতে পারেন।

তবে সেজন্য বলে বলে বাউন্ডারি হাঁকাতে হবে। আর হিলারি ক্লিনটন জানেন একটি ডট বলই তার জন্য যথেষ্ট। এরপর বোলিংয়ে নো ওয়াইডের বন্যা না বয়ে গেলে তাহলেই বিজয় সুনিশ্চিত।  

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখন সেই দশাই চলছে। ঠিক এভাবেই বাংলানিউজকে বলছিলেন মেহেরুন্নেসা জোবাইদা।  

যুক্তরাষ্ট্রে লেখাপড়া করে এখান থেকে কমিউনিকেশনসে ডিগ্রিধারী এই নারী বাংলাদেশি আমেরিকান একটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও রয়েছেন।  

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় নিজের ভোট দেওয়ার পর মেহেরুন্নেসা বলছিলেন, ট্রাম্পকে জিততে হলে অনেক ভালো করতে হবে, যার সম্ভাবনা ক্ষীণ। আর হিলারিকে স্বাভাবিক ভালো খেলা খেলে যেতে হবে।  

নিজে হিলারিকে ভোট দিয়েছেন এই ঘোষণা দিয়ে মেহেরুন্নেসা বলেন, ভোট যে কেবল প্রেসিডেন্ট পদপ্রার্থীকে দেওয়ার বিষয় তা কিন্তু নয়, এখানে সিনেটর নির্বাচন, কংগ্রেসম্যান, অ্যাসম্বলিম্যান নির্বাচনসহ নিচের ব্যালটে আরও অনেক ভোট দেওয়ার বিষয় রয়েছে। সুতরাং প্রতিটি সচেতন মানুষেরই উচিত ভোট দিতে যাওয়া।  

এদিকে সবগুলো পূর্বানুমান বলছে হিলারি জিতবেন। ক্রিকেট মাঠে খেলার সময় যেমন বল বলে রূপ পাল্টায় তেমনি এখন পলে পলে চিত্র পাল্টাচ্ছে। নিউইয়র্ক টাইমস বিকেলে তার সবশেষ জরিপে বলেছে হিলারির জয়ের সম্ভাবনা ৮৬ শতাংশ।

তবে সকল পূর্বানুমান, জল্পনা-কল্পনার অবসান রাতেই হয়ে যাবে। বিকেল নাগাদ হিলারি ক্যাম্পেইনের লোকেরা নিউইয়র্কের জ্যাকব জাবিট সেন্টারে, আর ট্রাম্প সমর্থকেরা হিলটন টাওয়ারে জড়ো হতে শুরু করেছেন। এই দুটি স্থান থেকেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের দুই প্রার্থী ভোটের নিজ নিজ পক্ষের ফল অবলোকন করবেন। আর ফল পরবর্তী ভাষণ দেবেন।  

ভোট দেওয়া এখন প্রায় শেষ। এখন শুধুই গণনা আর তা প্রকাশের অপেক্ষা।  

আরও পড়ুন

**দুপুর-বিকেলে বেড়েছে ভোটের ভিড়, বয়স্করা কেন্দ্রে (ভিডিও)
** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ফেসবুকে ভোটের আমেজে...উৎসবে​
**‘সকালেই এতো ভোটারের উপস্থিতি আর দেখিনি’
**বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে
**বাংলা ব্যালটে ভোট যুক্তরাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে
** প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেডএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।