ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবীতে যুবলীগের প্রস্তুতি সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
আবুধাবীতে যুবলীগের প্রস্তুতি সভা

আবুধাবী: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত আগমণ উপলক্ষে আবুধাবী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আবুধাবী আওয়ামী যুবলীগের সভাপতি বশির ভূঁইয়ার সভাপতিত্বে স্থানীয় এক হোটেলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।



যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির হোসেন আমুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শেখ কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আবুধাবী আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য করেন আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মামুন, সহ সভাপতি নুরুল আবছার, প্রচার সম্পাদক আবু হুরায়রা পারভেজ, যুগ্ম সম্পাদক ওসমান গনি মাসুম, অর্থ সম্পাদক আব্দুল গফুর বাচছু, সুমন, বাপ্পী সহ আরো অনেকে।

প্রধানমন্ত্রী আরব আমিরাতের সফরের মাধ্যমে বাংলাদেশিদের ভিসা চালু করে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও প্রবাসীদের দুঃখ-দুর্দশা দূর করবে। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রবাস বান্ধব। তাই প্রবাসীদের নানা সমস্যা সামাধানে কাজ করে যাচ্ছেন তারা। এমনটা মন্তব্য করেছেন আবুধাবী আওয়ামী যুবলীগ।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ