ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আখতারুজ্জ‍ামান বাবুর মৃত্যুবার্ষিকী পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
আমিরাতে আখতারুজ্জ‍ামান বাবুর মৃত্যুবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতীয় সংসদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুবাই কেজিএন রেস্টুরেন্টের হল রুমে আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের সভাপতি আউয়ুব আলী চৌধুরী অলির সভাপতিত্বে শুক্রবার (৭ নভেম্বর) এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) অধ্যাপক ড. জমির চৌধুরী।

রাসেল ও সাইফুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবুধাবী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ।
 
বিশেষ অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আশীষ বড়ুয়া, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এস. এম. নিজাম, আবুধাবী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ শহিদ, আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. তালেব আলী, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকিব রাদিতুল্লাহ বাহার, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল ইসলাম।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আবুধাবী আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমিন মিয়া, দুবাই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দীন মজুমদার, রাস আল খাইমা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সুবোদ চৌধুরী শিবু, তাজ উদ্দীন, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাসেদ, জামাল উদ্দিন জীবন, মুন্না, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রুবেল, আবুধাবী আওয়ামী লীগের আইটি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাত হোসেন, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মনছুর, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, দুবাই যুবলীগের সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, হেজাজ উদ্দীন, আব্বাছ প্রমুখ।

বক্তারা বলেন, আক্তারুজ্জামান বাবু প্রতিটি গরিব মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। তিনি ছিলেন অসহায় মানুষের পরম বন্ধু। চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের কথা দেশ-জাতি মনে রাখবে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ