ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
দুবাইয়ে বিজয় দিবস উদযাপন

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় দুবাই প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কনসাল জেনারেল মাসুদুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন।



অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয়ের তাৎপর্য ও শহীদদের স্মরণে কনস্যুলেটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটিতে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী সেখানে প্রবাসীদের পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিলর ডা. মাহমুদুল হক, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান, ভাইস কনসাল আসিফ মাহমুদ, ভাইস কনসাল কৃর্তী চাকমাসহ  প্রবাসী কমিউনিটি নেতারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ