ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাই আবাসিক ভবনে আগুন

মুহাম্মদ আব্দ‍ুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
দুবাই আবাসিক ভবনে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেরা বাংলাবাজারে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার আমিরাতের স্থানীয় সময় প্রায় সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।



ভবনের পাকিস্তানি একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বাংলানিউজকে জানান প্রত্যক্ষদর্শী মুহাম্মদ নবি হুসাইন ও মুহাম্মদ সাহেদুল করিম।

এ সময় গুরুতর আহত হন দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকিব রাদিতুল্লাহ বাহারসহ ৫ থেকে ৬ জন বাংলাদেশী ও ১০ থেকে ১৫ জন পাকিস্তানি, এক পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক, আহতদের দুবাইয়ের রাসিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে  আগুন নিয়ন্ত্রনে আনে দুবাই ফায়ার সার্ভিস।
আগুনের ভবনের তিন ও চারতলা পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ