ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল রোববার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল রোববার

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে রোববার (১৮ জানুয়ারি)।

দুবাই সুদানী ক্লাব সংলগ্ন প্রাঙ্গণে ওই দিন সন্ধ্যার পর (বাদ মাগরিব) এই মাহফিল অনুষ্ঠিত হবে।

মুনিরীয়া তবলীগ ও যুব তবলীগ কমিটি বাংলাদেশ আমিরাত শাখাসমূহের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর শাহছূপী অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। আর বিশেষ অতিথি হিসাবে থাকছেন বিভিন্ন ওলামায়ে কেরাম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমিরাতে প্রতিবছর এটিই প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় অংশগ্রহণ। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এই জামাতে প্রতিবছর শরিক হয়ে থাকেন।

আমিরাতে অবস্থানরত সকল মুসলিম প্রবাসী বাঙালি ও প্রায় ২শ’টি দেশের প্রবাসী মুসলিমদের মাহফিলে উপস্থিত হয়ে রাসুলে আকরাম (সা.)-এর রেজামন্দি অর্জন করার জন্য বাংলানিউজের মাধ্যমে বিশেষ অনুরোধ জানিয়েছেন, মাহফিল বাস্তবায়ন পরিষদের মহাপরিচালক, দুবাইয়ে কুয়েত দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ শাহাদুল্লাহ সিকদার।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ