ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে অবৈধদের আটকে অভিযান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মে ৪, ২০১৫
দুবাইয়ে অবৈধদের আটকে অভিযান ছবি : প্রতীকী

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাই জুড়ে সপ্তাহ থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে দেরা দুবাইয়ের বাংলা বাজার, চায়না মার্কেট, বাংলা চ্যানেল, ফিস মার্কেট  হতে এই পর্যন্ত ১ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

আটককৃত অবৈধ অভিবাসীদের দুবাই, আল আবির, আল বারাহা, আল মুরাক্কাবাদসহ বিভিন্ন কারাগারে রাখা হয়েছে।

 

সূত্র জানায়, কয়েকদিন আগে দুবাই বাংলা চ্যানেল নামক স্থানে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় কিছু বাংলাদেশিকে আটক করার চেষ্টা করা হয়। এসময় পুলিশের সঙ্গে ওই সব বাংলাদেশির ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের এক কর্মকর্তাকে আহত করে পালিয়ে যায় তারা।

এরপর শনিবার (২মে) দুবাই নিরাপত্তা কর্তৃপক্ষ দেরা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাদিক বৈধ-অবৈধ অভিবাসীদের আটক করে আল আবির কারাগারে নিয়ে যায়।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কিছু লোকের অবৈধ কাজের কারণে অনেক বৈধ প্রবাসীরাও হয়রানির শিকার হচ্ছেন। কতিপয় লোকের অনৈতিক কার্যকলাপের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।   

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মে ০৪. ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ