ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ২টি বইয়ের মোড়ক উম্মোচন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আমিরাতে ২টি বইয়ের মোড়ক উম্মোচন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পৃষ্ঠপোষকতায় এইবার একুশে বইমেলায় প্রকাশিত হওয়া কামরুল হাসান জনির উপন্যাস 'ফেরা' ও লুৎফুর রহমানের 'বর্ণমালার ছড়া' নামে দু’টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট প্রাঙ্গণে বই দু’টির মোড়ক উম্মোচন করা হয়।



কামরুল হাসান জনি বাংলাদের প্রতিদিন ও সুপ্রভাত বাংলাদেশ’র আমিরাত প্রতিনিধি ও লুৎফুর রহমান মাসিক মুকুল’র সম্পাদক।
 
কামরুল হাসান জনি তার 'ফেরা' উপন্যাসে আমিরাতে অবস্থানরত দূর পরবাসের রেমিটেন্স সৈনিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

লুৎফুর রহমানের 'বর্ণমালার ছড়া' বইয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলা বানান, বার, মাস, দিক, বানানের যন্ত্রণা ছন্দের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানোর লক্ষ্যেই এ বইয়ের প্রতিটি ছড়া।

মামুন রেজার পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি নওশের আলী, ক্লাবের সব কর্মকর্তা, তাদের পরিবার, সন্তান, লেখক লুৎফুর রহমান ও কামরুল হাসান জনিসহ শতাধিক বাঙালি উপস্থিত ছিলেন।

কামরুল হাসান জনির ‘ফেরা’ বইটি অমর একুশে গ্রন্থমেলার মেলা পাবলিকেশন্সের স্টল (স্টল নম্বর: ৩১১ ও ৩১২) ও লুৎফুর রহমানের ‘বর্ণমালার ছড়া’ ৪৯২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ