ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সমিতির অনুষ্ঠান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২, ২০১৬
আমিরাতে বাংলাদেশ সমিতির অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির ৪২ বছর পূর্তি উপলক্ষে আবুধ‍াবিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি আবুধাবীতে বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে দেশিয় গান ও নৃত্যানুষ্ঠান। প্রবাসী শিল্পীদের সঙ্গে দেশ ও কলকাতা থেকে আসা শিল্পীরা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান, কমিনিউটি নেতা ইফতেখার হোসেন বাবুল, প্রফেসর হাবিব উল্লাহ খোন্দকার, বাংলাদেশ ইসলামীয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আশিষ বড়ুয়া, জাকের হোসেন খতিব, আব্দুল কুদ্দুস খালেদ, ফজলুল করীম, দিদারুল আলমসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ০২, ২০১৬
এনএইচএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ