ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আরব-আমিরাত

আমিরাত প্রেসিডেন্টের ঈদ শুভেচ্ছা বিনিময়

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৭, জুলাই ৮, ২০১৬
আমিরাত প্রেসিডেন্টের ঈদ শুভেচ্ছা বিনিময়

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের শাসক ও ক্রাউন প্রিন্সদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

বুধবার (০৬ জুলাই) আবুধাবি আল-মুশ্রেফ প্যালেসে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তউম ও আবুধাবি এর ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার, আবুধাবি শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শারজাহ শাসক ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি, ফুজাইরাহ শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি, রস আল খাইমাহ শাসক শেখ সৌদ বিন সাকার আল কাসিমি, আজমান শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি এবং উম্ম আল কায়ওয়েন শাসক শেখ সৌদ বিন রশিদ আল মুয়াল্লাহ।

আমিরাতের শেখ পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ