ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে ছয় মাসে ট্রাফিক দুর্ঘটনায় নিহত ১১২

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
দুবাইয়ে ছয় মাসে ট্রাফিক দুর্ঘটনায় নিহত ১১২

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ট্রাফিক দুর্ঘটনায় ১১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (০৭ আগস্ট) এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান দুবাই পুলিশ।

বিবৃতিতে বলা হয়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারির শুরু থেকে জুনের শেষ পর্যন্ত দুবাইয়ে ১ হাজার ৪শ ৭২ দুর্ঘটনায় ১১২ জন নিহত ও ১ হাজার ৩৭ জন আহত হয়েছেন।

একই সময়ে গত বছর ১হাজার ৫শ ২৬ দুর্ঘটনায় শুধুমাত্র ৭৭ জন নিহত ও ১হাজার ৭৩ জন আহত হয়ে ছিলো।

দুবাই ট্রাফিক পুলিশের পরিচালক ব্রিগেডিয়ার সাইফ মুহাইর আল মাযরোই বলেন, দ্রুত গাড়ি চালানো এবং রাস্তা ব্যবহারকারীদের হঠাৎ সড়কে বিচরণই এ দুর্ঘটনার দায়ী।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ