ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

এয়ারপোর্টের দৃশ্য | শাফিনূর শাফি

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, মার্চ ২৬, ২০১৫
এয়ারপোর্টের দৃশ্য | শাফিনূর শাফি

ভেজা পলক গিয়ে স্থির নিবদ্ধ হলো মসৃণ মোম পায়ে।

সন্ন্যাসিনী হলুদ নখ দাঁত দিয়ে কাটতে কাটতে নিচু স্বরে বলে উঠলেন, “মানুষ কিন্তু মাংসের গন্ধই ভালোবাসে, ভালোবাসে মৃতদেহের উদযাপন!” ফুডকোর্টের গ্রিলে তখন তন্দুরি মুরগীর অবিন্যস্ত ভিড়।



উচ্ছৃঙ্খল হাওয়ায় কেঁপে ওঠে রানওয়েতে অপেক্ষারত সমস্ত উড়ো পাখির দীর্ঘ নাক। লাউঞ্জে বসে থাকা মানুষ মাত্রই একলা শালিক।   আমি আমার আত্মাকে মৃদু হাসিতে রেখে ক্রমশ দূরে যেতে থাকি...
শীত এলেই আলমারি খুলে বের হয়ে আসে শ্যাওলা পুলওভার, শাদাকালো শাল।



বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।