ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন ইশরাক

নাইম আব্দুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, আগস্ট ৮, ২০১৪
আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন ইশরাক ইশরাক হুদা

সিডনি: সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত আইওআই আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ইশরাক হুদা।

ইশরাক প্রবাসী বাংলাদেশি ডা. কামরুল হুদা ও ডা. শুহানা পারভিনের ছেলে।



অলিম্পিয়াডে বিশ্বের ৮১টি দেশ থেকে ৩১১জন প্রতিযোগী অংশ নেন।

এরমধ্যে বিভিন্ন ইভেন্টে মোট ছয়’শ নম্বরের মধ্যে ছয়শ নম্বর-ই পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো অংশ নেওয়া এই বাংলাদেশি কিশোর।

১৬ বছর বয়সী ইশরাক সিডনির স্বনামধন্য জেমস রুজ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বাংলানিউজকে জানান, নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান ও গণিতে উচ্চ শিক্ষা নিতে চান তিনি। পাশাপাশি কানাডা কিংবা আমেরিকা থেকে ফুল স্কলারশিপের অফারও তিনি বিবেচনা করবেন।

তার মা ডা. শুহানা পারভিন জানান, ছোটবেলা থেকেই গণিতের প্রতি প্রবল আগ্রহ ইশরাকের। প্রতিটি ক্লাসেই তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এছাড়াও সঙ্গীতের প্রতি তার যথেষ্ঠ আগ্রহ আছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ