ঢাকা, শুক্রবার, ২৭ চৈত্র ১৪৩১, ১১ এপ্রিল ২০২৫, ১২ শাওয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

অকল্যান্ডে ঈদুল আজহা উদযাপন

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
অকল্যান্ডে ঈদুল আজহা উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পবিত্র ঈদুল আজহা উদযাপিত  হয়েছে।

রোববার শহরের বিভিন্ন মসজিদ, পার্ক, মাসালা কিংবা কনভেনশন হলে ২২টির বেশি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।


undefined


বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও স্থানীয় হাজারো মুসল্লি মসজিদগুলোতে ঈদের নামাজে ‍অংশ নেন।

অকল্যান্ডে বরাবরের মতো এবারেও প্রবাসী বাংলাদেশিদের ঈদ উৎসবে ছিল বিভিন্ন ধরনের বাঙালি মুখরোচক খাবার ও মিষ্টি উপকরণ। ঈদে একে অন্যের বাড়িতে দাওয়াত খাওয়া, মাতৃভূমি বাংলাদেশে টেলিফোনে খোঁজ-খবর নেওয়া, পরিবারের ও স্বজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

ঈদের এই আনন্দে একে অপরের বাড়িতে দাওয়াত খাওয়ার রেওয়াজ একাধারে ৩ থেকে ৪ দিন চলতে থাকবে এখানে।

এছাড়াও অকল্যান্ডে প্রবাসী বিভিন্ন কমিউনিটির বাংলাদেশিরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ দিন বিভিন্ন পার্কে শেয়ার লাঞ্চেরও আয়োজন করেন।

ঈদের নামাজে ফিলিস্থিনসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য প্রার্থনা ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ