ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে জাতীয় শোক দিবস পালন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সিডনিতে জাতীয় শোক দিবস পালন

ঢাকা: সিডনিতে জাতীয় শোক দিবস ২০১৬ পালন করেছে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখা।

দিবসটি উপলক্ষে সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিডনির রকডেলের স্থানীয় এক রেস্টুরেন্টে যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনগুলো।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নোমান শামীম। সভা পরিচালনা করেন চৌধুরী মিকু।

সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির এবং বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হক উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. আবুল হাসনাৎ মিল্টন।

আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, মুক্তিযোদ্ধা হারুণ অর রশীদ আজাদ, অজয় দাস গুপ্ত, ড. শাখাওয়াৎ নয়ন, তানভীর আবির, মোহাম্মদ আলী শিকদার, জাকারিয়া স্বপন, এলিজা আজাদ টুম্পা, এমদাদ হক, গিয়াসউদ্দিন মোল্লা, আমিনুল ইসলাম রুবেল, এসএম দিদার হোসেন, এস এম পলাশ, কাজি সিমি, সবুজ চক্রবর্তী, হাসান আব্দুল গোফরাণ, সাইফ রানা প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে বলেন, হত্যার মাধ্যমে যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলেন, তারাই আজ নিশ্চিহ্ন হবার পথে।

মঙ্গলবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ