ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, মে ৯, ২০২৫
পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান

ঢাকা: পাকিস্তান ও ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে।  

এর ফলে বিমানের টরেন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বিমান।

 

৯ থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো, লন্ডন ও রোম ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  

ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬ 
ঢাকা থেকে ছেড়ে দেওয়ার সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৩টায় করা হয়েছে। টরেন্টো থেকে ছেড়ে দেওয়ার সময় অপরিবর্তিত।  

ঢাকা-লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২ 
ঢাকা থেকে ছেড়ে দেওয়ার সময় সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় করা হয়েছে। লন্ডন থেকে ছেড়ে দেওয়ার সময় অপরিবর্তিত। শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা-লন্ডন ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে দেওয়ার সময় সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিট করা হয়েছে।

ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬
ঢাকা থেকে ছেড়ে দেওয়ার সময় বেলা ১১টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৪৫ মিনিট করা হয়েছে। রোম থেকে ছেড়ে দেওয়ার সময় অপরিবর্তিত।

সম্মানিত যাত্রীদের বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।  

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।