ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মে ১৫, ২০২৫
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার

ঢাকা: সাময়িক বিরতির পর আগামী ২১ মে (বুধবার) থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের বেসরকারি বিমানসংস্থা নভোএয়ার। একই সঙ্গে টিকিটে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৫ মে) নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আগামী ২১ মে থেকে আবারও ফ্লাইট চালু হচ্ছে। এই সময়ে যাত্রীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।  

তিনি বলেন, নিরাপদ ও উন্নত যাত্রীসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আবারও সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।

নভোএয়ার জানায়, ১৫ শতাংশ ছাড় পেতে যাত্রীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে টিকিট কেনার সময় VQWEBAPP প্রমো কোডটি ব্যবহার করতে হবে।

আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, অ্যাপ, সেলস অফিস কিংবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।