ঢাকা: মধ্যপ্রাচ্যের চারটি গুরুত্বপূর্ণ গন্তব্য দোহা, কাতার, বাহরাইন ও মাসকাটে আগামী ১ ডিসেম্বর থেকে দৈনিক একটি করে ফ্লাইট বৃদ্ধি করছে এমিরেটস্।
১ ডিসেম্বর থেকে কুয়েতে সপ্তাহে ৪২টি, বাহরাইনে ২৮টি এবং মাসকাটে ২১টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস্।
এদিকে, কাতারের রাজধানীতে আরো সাতটি ফ্লাইট চালু হবে। এতে করে এমিরেটস্ নেটওয়ার্কে দোহায় সর্বাধিক ৪৯টি ফ্লাইট চলাচল করবে। ফ্লাইট সংখ্যার হিসাবে এরপরেই থাকবে ব্যাংকক, সিঙ্গাপুর ও লন্ডন হিথ্রো।
১ ডিসেম্বর থেকে কুয়েতে সপ্তাহে ৪২টি, বাহরাইনে ২৮টি এবং মাসকাটে ২১টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস্।
এমিরেটস্ গাল্ফ, মধ্যপ্রাচ্য ও ইরান (জিএমইআই) অঞ্চলে অন্য যে সব গন্তব্যে চলাচল করে, সেগুলো হলো- সৌদি আরব, ইরাক, ইরান, জর্ডান, লেবানন ও ইয়েমেন।
এ সব রুটে বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে ফ্লাইট পরিচালিত হয়। এমিরেটস্ ফ্ল্যাগশিপ উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ বর্তমানে জেদ্দায় চলাচল করছে। তবে ১৬ জুলাই থেকে কুয়েতও এ সেবার আওতায় আসছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪