ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

কক্সবাজারে দুর্ঘটনায় ইউনাইটেড এয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
কক্সবাজারে দুর্ঘটনায় ইউনাইটেড এয়ার

ঢাকা: কক্সবাজার বিমানবন্দরে ইউনাইটেড এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে যাত্রীরা নিরাপদে রয়েছেন।



রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই উড়োজাহাজে ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এটিআর-৭২ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারে যায়। কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পরপরই উড়োজাহাজের সামনের চাকার নোজ হুইল ভেঙে যায়। এরপর আর উড়োজাহাজটি সামনে আগাতে পারেনি।

এ বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজের ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নোজ হুইল ভেঙে যায়নি। কোনো কারণে এটি আটকে গেছে। রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।