ঢাকা: মাত্র ছয় মাসের ব্যবধানে দুটি বড় বিপর্যয়ের ঘটনায় মালয়েশিয়ান এয়ারলাইন্স নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের দুটি ‘দুঘর্টনায়’ প্রাণ হারিয়েছেন ৫৩৭ জন আরোহী।
মালয়েশিয়ান এয়ালাইন্স কতৃর্পক্ষের বরাত দিয়ে রোববার আন্তজার্তিক সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
বেশিরভাগ অংশ সরকারি মালিকানাধীন এয়ালাইন্সটি মুনাফা বাড়ানোর জন্য আউটসোর্সিং বাড়ানোরও চিন্তা করছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
এয়ালাইন্সের কমাশির্য়াল ডিরেক্টর দানলিভে সানডে টেলিগ্রাফকে জানান, এয়ারলাইন্সটির বেশিরভাগ শেয়ারহোল্ডার অর্থাৎ মালয়েশীয় সরকার এর ভবিষ্যত নির্ধারণে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এমএইচ১৭ বিপযর্য়ের পর বিষয়টি আরও ত্বরান্বিত হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সামনে অনেক অপশন রয়েছে। এয়ালাইন্সটিকে কিভাবে যাত্রী ‘বান্ধব’ করা যায় সে বিষয়ে আমরা নজর দিচ্ছি।
মালয়েশিয়ার এয়ারলাইন্সে প্রতিদিন প্রায় বিশ হাজার কর্মী কাজ করেন। এয়ারলাইন্সটি প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী বহন করে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিঁখোজ হয় মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০। এরপর গত ১৭ জুলাই ইউক্রেনের রাশিয়ার লাগোয়া সীমান্তে এয়ারলাইন্সটির যাত্রীবাহী এমএইচ১৭ উড়োজাহাজটি ২৯৮ আরোহীসহ ‘ভূপাতিত’ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪