ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

এয়ার এশিয়ায় ওয়াইফাই সেবা

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
এয়ার এশিয়ায় ওয়াইফাই সেবা ছবি: সংগৃহীত

ঢাকা: উড়ন্ত উড়োজাহাজের যাত্রীদের ওয়াইফাই সেবা দেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়ার স্বল্পব্যয়ী এয়ার এশিয়া। পরীক্ষামূলকভাবে ৬০ দিনের জন্য এ সেবা দেবে এয়ারলাইন্সটি।



সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, উড়ন্ত অবস্থায় যাত্রীদের স্বল্পব্যয়ে এ সেবা দেওয়া হবে। আগামী অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট উড়োজাহাজের নির্দিষ্টসংখ্যক যাত্রী এ সেবা নিতে পারবেন।

একটি নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে যাত্রীরা এ সুবিধা নিতে পারলেও কী পরিমাণ খরচ হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া, কোন ধরনের ওয়াইফাই ব্যবহার করা হবে তাও পরিষ্কার করা হয়নি।

যেসব উড়োজাহাজের যাত্রীরা এ সেবা নিতে পারবেন উড়ন্ত অবস্থায়ই তাদের ঘোষণার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এজন্য যাত্রীকে একটি টোকেন দেওয়া হবে। একটি টোকেনের মাধ্যমে শুধুমাত্র একজন ওয়াইফাই সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।