ঢাকা: এমিরেটস এয়ারলাইনস নরওয়ের রাজধানী অসলোতে গত ৩১ আগস্ট, ২০১৪ থেকে বিরতিহীন দৈনিক ফ্লাইট শুরু করেছে। অসলো, স্ক্যানডিনেভিয়ায় এমিরেটসের তৃতীয় গন্তব্য।
দুবাই-অসলো রুটে ফ্লাইট পরিচালনায় তিন শ্রেণি বিশিষ্ট সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে।
এমিরেটসই একমাত্র এয়ারলাইনস, যারা নরওয়েতে প্রথম শ্রেণির সেবা অফার করছে। যাত্রী পরিবহন ছাড়াও উড়োজাহাজটির বেলি হোল্ডে ২৩ টন মালামাল পরিবহন করা সম্ভব হবে।
নরওয়েতে সরাসরি ফ্লাইট চালুর ফলে দূরপ্রাচ্য, অস্ট্রেলিয়া, পশ্চিম এশিয়া, ভারত মহাসাগর অঞ্চল ও মধ্যপ্রাচ্যের এমিরেটস নেটওয়ার্কভুক্ত ৩৯টির অধিক গন্তব্যের সঙ্গে দেশটির যোগাযোগ সহজতর হয়েছে।
এর ফলে নরওয়ের দ্রুত বর্ধনশীল তেল, গ্যাস, নৌ, মৎস্য ও টেলিকম শিল্প বিশেষভাবে উপকৃত হবে।
যাত্রী ফ্লাইট শুরুর আগে থেকেই এমিরেটসের কার্গো পরিবহন শাখা-স্কাই কার্গো নরওয়ে থেকে কোপেনহেগেন, স্টকহোম, হামবুর্গ, ডুসেলডর্ফ ও আমস্টারডামে দেশটির অতিজনপ্রিয় স্যামন পরিবহন সেবা প্রদান করে আসছিল।
ইউরোপে নেটওয়ার্ক আরো সুসংহত করার লক্ষ্য নিয়ে এমিরেটস আগামী ৫ সেপ্টেম্বর ব্রাসেলস এবং ২৭ অক্টোবর বুদাপেস্টে নিয়মিত ফ্লাইট শুরু করবে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪