ঢাকা: উৎসুক এক যাত্রী প্লেন ও ক্র’দের ছবি তোলায় ভ্রমণে আপত্তি জানিয়ে নেমে পড়েন ৩৬ ট্যুরিস। শুধু তাই নয়, ওই যাত্রী প্লেনে ফিরে আসলে তাদের আর কেউই প্লেনে চেপে বসেননি।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।
সংবাদমাধ্যম জানায়, জেট২.কম এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন মালাগা থেকে রওনার আগে প্লেনের এক যাত্রী ক্র ও প্লেনের ছবি তোলেন। বিষয়টিতে যাত্রীরা ‘আতঙ্কিত’ হয়ে পড়লে ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা তদন্তের পর পুলিশ ওই যাত্রীকে ছেড়ে দিলে ৩৬ ট্যুরিস ফের প্লেনটিতে চড়ে বসেননি।
এ ঘটনায় প্লেনের এক যাত্রী ‘ক্ষতিপূরণ’ হিসেবে এক হাজার পাউন্ড খরচ করে অন্য প্লেনে চড়েন।
ওই যাত্রী বলেন, এক হাজার পাউন্ডের জন্য আমি পরিবারের সদস্যদের ঝুঁকিতে ফেলেতে পারি না?
এ বিষয়ে জেট২.কম’র এক কর্মকর্তা বলেন, ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার পরও প্লেনের ৩৬ ট্যুরিস্ট চড়তে অসম্মতি জানান।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪