ঢাকা: পাইলটের পারদর্শিতায় প্রাণে বেঁচে গেলেন পাকিস্তান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের একশ’ যাত্রী। দু’টি ফাইটার জেটের সঙ্গে সংঘর্ষের ঠিক আগ মুর্হূতে পাইলট বিষয়টি টের পেলে দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, পাকিস্তান এয়ারলাইন্সের পিকে-৩৬৮ প্লেনটি করাচি থেকে কোয়েটায় যাচ্ছিল। কোয়েটা বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুর্হূতে দু’টি ফাইটার জেট প্লেনটির সামনে পড়ে। এ সময় পাইলট প্রায় আধঘণ্টা প্লেনটি বাতাসে ভাসমান রেখে দুর্ঘটনা এড়ান। আর তাতে প্রাণে রক্ষা পান প্লেনের একশ’ যাত্রী।
তবে হঠাৎ দু’টি ফাইটারের শব্দ প্লেন যাত্রীদের কিছু সময়ের জন্য ‘স্তব্ধ’ করে দেয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে সিগন্যাল পাওয়ার পর প্লেনটি নিরাপদে কোয়েটা বিমানবন্দরে অবতরণ করে।
কোয়েটা বিমানবন্দরের রাডার অপারেটরের ‘ভুলের’ কারণে এমনটি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪