রিয়াদ: দুইদিন বন্ধ থাকার পর শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট।
ইউনাইটেড এয়ারওয়েজের সৌদি আরব কান্ট্রি ম্যানেজার গিয়াস উদ্দিন মাহমুদ শুক্রবার সন্ধ্যায় বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানটির সদ্য পদত্যাগী চেয়ারম্যান তার পদে পুনরায় দায়িত্ব নিয়েছেন এবং এর পরেই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার রাতের যেকোনো সময় ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেদ্দা থেকে ঢাকাগামী বাতিল হওয়া দুটি ফ্লাইটের কিছু যাত্রী তাদের টিকেট রিফান্ড করে ফেলেছেন। যারা বাকি আছেন তাদেরকে ম্যানেজ করে ঢাকায় পাঠানো হবে।
বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পরিচালনা পরিষদের অভ্যন্তরীণ কিছু সমস্যা হওয়ায় ফ্লাইট দুটি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে ইউনাইটেড এয়ারওয়েজ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪