ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

এভিয়াট্যুর

মালিন্দ এয়ারের ফ্লাইট বাতিলে যাত্রীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৪, অক্টোবর ৭, ২০১৪
মালিন্দ এয়ারের ফ্লাইট বাতিলে যাত্রীদের বিক্ষোভ

ঢাকা: হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালিন্দ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করার বিক্ষোভ করছে যাত্রীরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটটি সোমবার রাত ১টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা।

আকস্মিকভাবে ফ্লাইট বাতিল হওয়ায় বেশ দু’চিন্তায় পড়েছেন যাত্রীরা। বাংলানিউজ রিপোর্ট।

একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা তাপস কান্তি দাস বাংলানিউজকে বলেন, একটি জরুরি কাজে অফিসের প্রয়োজনে মালয়েশিয়া যাওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু না জানিয়ে হঠাৎ বলছে ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে আমরা ক্ষতির সম্মূখিন কবো। বাংলানিউজ রিপোর্ট।

তিনি আরো বলেন, আগে কোনো কিছু না জানালেও কর্তৃপক্ষ এখন বলছে ভোর ৫টার দিকে মালয়েশিয়া থেকে একটা বিশেষ উড়োজাহাজ আসবে। সেটায় করে ৯টা নাগাদ তাদের নিয়ে যাওয়া হবে। বাংলানিউজ রিপোর্ট।
 
তবে এ বিষয়ে মালিন্দ এয়ার বা কাদের কোনো প্রতিনিধির সঙ্গে বলা সম্ভব হয়নি। বাংলানিউজ রিপোর্ট।

এদিকে যাত্রীদের বিক্ষোভের কারণে বিমানবন্দরের অভ্যন্তরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমর্ড পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন তারা। বাংলানিউজ রিপোর্ট।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।