ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

মুসা ইব্রাহীম টিমকে বিমানের সৌজন্য টিকিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
মুসা ইব্রাহীম টিমকে বিমানের সৌজন্য টিকিট

ঢাকা: এভারেস্ট জয়ী ও বাংলাদেশের পর্যটন দূত মুসা ইব্রাহীম ও তাঁর টিম-কে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ৩টি সৌজন্য টিকিট দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার(১৫ এপ্রিল’২০১৫) বিমান প্রধান কার্যালয় বলাকা’-য় পরিচালক বিপণন ও বিক্রয় শাহনেওয়াজ মুসা ইব্রাহীমের হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্পোরেট পতাকা হস্তান্তর করেন।

এটি মুসা বাংলাদেশের হয়ে বিমানের পক্ষে সর্বোচ্চ চূড়ায় মেলে ধরবেন।  

মুসা ইব্রাহীম এবার যুক্তরাজ্যের ৩টি সর্বোচ্চ পাহাড় চূড়ায় ২৪ ঘণ্টায় গমন করবেন। এ উদ্দেশে তিনি আগামী ১৯ এপ্রিল ২০১৫ যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হবেন। ৩টি চূড়ার প্রথমটি স্কটল্যান্ডে যার উচ্চতা ৪,৪০৯ ফিট, দ্বিতীয়টি ইংল্যান্ডে যার উচ্চতা ৩,২০৯ ফিট এবং তৃতীয়টি ওয়েলস-এ যার উচ্চতা ৩,৫৬০ ফিট।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
আইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।