ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুরে যান্ত্রিক ত্রুটিতে ইউনাইটেড এয়ারের ফ্লাইট বিঘ্নিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
সৈয়দপুরে যান্ত্রিক ত্রুটিতে ইউনাইটেড এয়ারের ফ্লাইট বিঘ্নিত

নীলফামারী: যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করতে পারেনি ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের একটি উড়োজাহাজ।

শুক্রবার (২৬ জুন) সকাল সোয়া ৮টায় বিমানবন্দরে অবতরণ করার পর সেখানে অবস্থান করছে বিমানটি।

বিকেল সাড়ে ৪টার পর্যন্ত ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি  উড়োজাহাজটি।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে ৪২জন যাত্রী নিয়ে সৈয়দপুরে অবতরণ করে ইউনাইটেড এয়ারওয়েজের (ফ্লাইট নং ৪এইচ-০৫৪৯) উড়োজাহাজটি। ঢাকার পথে ৩৪জন যাত্রী নিয়ে ৮.৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে পরে যেতে পারেনি।

ইউনাইটেড এয়ারওয়েজের সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক আশরাফুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকৌশলীরা  ঢাকা থেকে আসছেন। মেরামত করার পর রাতে গন্তব্যে পৌঁছানোর আশা করা হচ্ছে।

এদিকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আলম জানান, সকালে ঢাকা থেকে অবতরণ করার পর ঢাকা ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইঞ্জিন দিয়ে তেল চুয়ে পড়ার কারণে বিমানটি আর যেতে পারে নি। ঢাকা থেকে প্রকৌশলী এসে যান্ত্রিক ত্রুটি সারানো পর ছেড়ে যাবে বিমানটি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।