ঢাকা: কানাডার সঙ্গে আকাশ পথে যোগাযোগ বাড়াতে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
সোমবার (১০ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটির খসড়ার অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এসব তথ্য জানান।
তিনি বলেন, এই চুক্তি স্বাক্ষর হলে উভয় দেশই যাত্রী ও পণ্য পরিবহনে অনেক সংস্থাকে মনোনয়ন দিতে পারবে। তবে এই মনোনয়নে সীমা রাখা হয়েছে।
সপ্তাহে মনোনীত সংস্থার ৩টি যাত্রীবাহী ফ্লাইট এবং ৩টি কার্গো মনোনয়ন দিতে পারবে দু’দেশ।
খসড়া চুক্তিতে আরও বলা হয়েছে মাঝপথেও যাত্রী নেওয়া যাবে, তা হবে মোট যাত্রীর ৩০ শতাংশ। মধ্যবর্তী স্থানে কার্গোও মালামাল নিতে পারবে।
চুক্তিতে স্বাক্ষর করবে কানাডার পক্ষে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট অব কানাডিয়ান ট্রান্সপোর্ট অথরিটি এবং বাংলাদেশের পক্ষে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসএমএ/এমজেএফ