ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

এভিয়াট্যুর

বর্ধিত আবগারী শুল্ক শোধের অনুরোধ বিমানের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, অক্টোবর ৮, ২০১৫
বর্ধিত আবগারী শুল্ক শোধের অনুরোধ বিমানের

ঢাকা: গত ৪ জুন থেকে বর্ধিত আবগারী শুল্ক পরিশোধে যাত্রীদের অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকারী যাত্রীদের আবগারী শুল্ক গত ৪ জুন থেকে গন্তব্যভেদে বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ যাত্রীদের আবগারী শুল্ক ২০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। সার্কভুক্ত দেশগুলোর যাত্রীদের শুল্ক ২০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। এশীয় দেশগুলোর জন্য শুল্ক ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১০০০ হাজার টাকা। আর অন্যান্য দেশগুলোর জন্য ৫০০ টাকা শুল্ক বাড়িয়ে করা হয়েছে এক হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব যাত্রী ইতোমধ্যে বর্ধিত শুল্ক পরিশোধ ছাড়াই টিকিট কিনেছেন, তাদের বিমানবন্দরে বিড়ম্বনা এড়ানোর লক্ষ্যে নিকটস্থ বিমান অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বর্ধিত শুল্ক পরিশোধের অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।