ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের বহরে ৬ষ্ঠ বোয়িং ‘ময়ূরপঙ্খী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বিমানের বহরে ৬ষ্ঠ বোয়িং ‘ময়ূরপঙ্খী’

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে ব্র্যান্ড নিউ বোয়িং ৭৩৭-৮০০ (ময়ূরপঙ্খী)। গত ২৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িংটি এসে পৌঁছায়।



‘ময়ূরপঙ্খী’র মাধ্যমে বিমান বহরে নিজস্ব বোয়িংয়ের সংখ্যা দাঁড়ালো ৬ এ।

উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে বন্ধ হয়ে যাওয়া রুটসহ ক্রমান্বয়ে আরো নতুন রুট চালু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান।

২০১১ সালে ‘পালকি ও অরুণ আলো’ নামে বিমানের ১ম ও ২য় বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান বহরে যুক্ত হয়। এরপর ২০১৪ সালে  ‘আকাশ প্রদীপ’ এবং ‘রাঙা প্রভাত’ নামে বিমানের ৩য় ও ৪র্থ বোয়িং বহরে যুক্ত হয়।  

নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং এয়ারক্রাফ্ট কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ৪টি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর, দু’টি ৭৩৭-৮০০ এবং ৪টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পর্যায়ক্রমে বিমান বহরে যুক্ত হবে।

২০১৯ ও ২০২০ সালের মধ্যে অবশিষ্ট ৪টি ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।