ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ফার্স্ট অফিসারের বিলম্বে বিমানের ঢাকা-যশোর ফ্লাইট ৯৫ মিনিট পরে

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
ফার্স্ট অফিসারের বিলম্বে বিমানের ঢাকা-যশোর ফ্লাইট ৯৫ মিনিট পরে (সংগৃহীত)

ঢাকা: ফার্স্ট অফিসারের ‘যানজট দেরিতে’ বিমানের ঢাকা-যশোর ফ্লাইট অন্তত ৯৫ মিনিট বিলম্ব হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিমানের বিজি-৪৬৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

প্লেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৪টায়।

বিমান বাংলাদেশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, ফার্স্ট অফিসার পৌঁছাতে দেরি করায় বিমানটিও ছাড়লো দেরিতে। যাত্রীদের নতুন সময় দেওয়া হয় ৫টা ৫০ মিনিট। ওই অফিসার মূলত তার ঢাকার বাসা থেকে বেরিয়ে যানজটে পড়েন; এতে তিনি সময় মতো বিমান ধরতে না পারায় যাত্রীসহ অন্য স্টাফদেরও অপেক্ষায় বসে থাকতে হয়।

ওই ফ্লাইটের যাত্রী, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন জানান, কেন দেরিতে ছাড়ছে তা স্পষ্ট করে বলছে না কর্তৃপক্ষ। তবে ৪টা ৩০-এর ছেড়ে যাওয়ার বিমানের নতুন সময় দেওয়া হয়েছে ৫টা ৫০ মিনিট। পরে অবশ্য বিমানটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে যশোরের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬/আপডেট ১৯৩৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।