ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

শিগগিরই মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে কেনা যাবে বিমানের টিকেট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
শিগগিরই মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে কেনা যাবে বিমানের টিকেট ছবি: সংগৃহীত

ক্রেডিট কার্ড ছাড়াও মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে বিমানের টিকেট কেনার সুবিধা আনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

ঢাকা: ক্রেডিট কার্ড ছাড়াও মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে বিমানের টিকেট কেনার সুবিধা আনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে   ‘ইনোভেশন প্রজেক্ট ডিজাইন’ শীর্ষক কর্মশালায় এ সংক্রান্ত দুইটি প্রকল্প দাখিল করেছে বিমান বাংলাদেশ।

মন্ত্রীপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় এই কর্মশালাটির আয়োজন করা হয়।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিমান বাংলাদেশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিমানের গ্রাহকরা ঘরে বসেই মোবাইলব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময় টিকেট কিনতে পারবেন এবং ঘরে বসেই পছন্দ অনুযায়ী সীট বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- বিমানের রিসোর্স পার্সন হিসেবে শাকিল মেরাজ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এ কে এম সারোয়ার মোর্শেদ, মো. নূরুল ইসলাম ও মোহাম্মদ গোলাম রহমান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।