বঙ্গোপসাগরে সৃষ্ট ‘মোরা’র জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি আছে, এ নিয়ে কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, ঝড়ের তীব্রতার কারণে মঙ্গলবারের (৩০ মে) সব ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত।
এদিকে ঝড়ের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত মঙ্গলবার আট ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর।
ভিয়েনা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ঘূর্ণিঝড় মোরা’র বিষয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
এছাড়া চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতি সংরক্ষণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সচিব মো. ওমর ফারুক।
দুর্যোগ মোকাবেলায় বিপদ সংকেতের জেলাগুলোতে সাইক্লোন সেন্টার প্রস্তুত। ঘর-বাড়ি ছেড়ে সেখানে মানুষজন উঠতেও শুরু করেছেন। এজন্য সোমবার (২৯ মে) দুপুর থেকেই করা হয় মাইকিং।
মঙ্গলবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহ আমানত বিমানবন্দর
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
টিটি/আইএ