পর্যটকদের ক্রমাগত চাহিদা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে বোয়িং ৭৩৭-৮০০ প্লেন দিয়ে যাত্রী বহন করছে দেশের অন্যতম জনপ্রিয় এ এয়ারলাইন্সটি।
সব সময় যাত্রীদের সুবিধা-অসুবিধা প্রাধান্য দেওয়া ইউএস-বাংলা ঈদুল ফিতরের সময় বোয়িং দিয়ে ফ্লাইট পরিচালনা করে।
বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি প্রতিদিন ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে ২টা ১৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে ছেড়ে আসবে দুপুর ২টা ৪৫ মিনিটে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বিকেল ৩টা ৪৫ মিনিটে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে। ভাড়া নির্ধারণ রয়েছে সর্বনিম্ন ৪ হাজার ৭শ টাকা এবং সর্বোচ্চ ৯ হাজার ৫শ টাকা।
বর্তমানে ইউএস-বাংলার বহরে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও দু’টি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যোগ দেবে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এএ