ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

অগ্নিকাণ্ডে শাহজালালে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
অগ্নিকাণ্ডে শাহজালালে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের আশঙ্কা

ঢাকা: ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
 

নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন কর্মকর্তা বলেন, বিমানবন্দরে অনেক হজ যাত্রীসহ অন্যান্য যাত্রীরা ছিল। নিরাপত্তার স্বার্থে সবাইকে বের করে দেয়া হয়েছে।

এর ফলে স্বাভাবিকভাবেই ফ্লাইট বিলম্ব হতে পারে।

সৌদিগামী যাত্রী তোফাজ্জল বাংলানিউজকে জানান, ফ্লাইট বিকেল পৌনে ৫টায়। কিন্তু এর আগে অনেক আনুসাঙ্গিক কাজ আছে। ভেতরে প্রবেশ করা মাত্র এ ঘটনা ঘটে ফলে তাকে বের করে দেয়া হয়েছে।

পরবর্তিতে কখন আবার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এ বিষয়ে অনিশ্চয়তায় আছেন তিনি।

এপিবিএন কর্মকর্তা তারিক বলেন, আগুন বেশি বড় ছিল না, তবে যেহেতু এটা সেন্সেটিভ জায়গা সেহেতু সবাইকে সরিয়ে দেয়া হয়েছে।

ফ্লাইট বিলম্বের বিষয়ে এখনো আমরা কিছু জানি না, যদি এমন কিছু হয় আপনাদের জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।