৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাড়ানো উপলক্ষে চট্টগ্রাম-কলকাতা রুটে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের ভাড়া ৫ হাজার ৯শ টাকা ও রিটার্ন ভাড়া ১১ হাজার ৫শ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম-কলকাতা রুটে ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
তবে ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও ইউএস-বাংলা দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু রুটে নিয়মিত ফ্লাইট রয়েছে ইউএস-বাংলার। বাংলাদেশের অভ্যন্তরে সব বিমানবন্দরে ইউএস-বাংলা নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের সেলস্ সেন্টারে সরাসরি যোগাযোগ কিংবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে ফোন করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএ