টুর্নামেন্টে অংশ নিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিআরপি’র পুরুষ ও মহিলা বাস্কেটবল সদস্যরা যাতে নির্বিঘ্নে ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা রুটে ভ্রমণ করতে পারে সেজন্য প্রত্যক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ ৮-কিউ ৪০০ আসনের এয়ারক্রাফট পরিচালনা করে থাকে।
এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে হুইল চেয়ার বাস্কেটবল টিমের সদস্যদের যাত্রা আরামদায়ক করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল বাস্কেটবল টুর্নামেন্টে সিআরপি থেকে সর্বমোট ৩০ জন সদস্য অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে ১০ জন কর্মকর্তা ও ২০ জন খেলোয়াড় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমজেএফ