ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় প্লেন ওঠা-নামা স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঢাকায় প্লেন ওঠা-নামা স্বাভাবিক

ঢাকা: ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িকভাবে বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে একাধিক ফ্লাইট ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়। ঠিক তেমনিভাবে ব্যাহত হয় উড্ডয়নও।

 

শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। একইভাবে সিঙ্গাপুর থেকে রওনা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামে।

মৌসুমের প্রথম কুয়াশায় এমন বিপর্যস্ত অবস্থার বিষয়ে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়। তবে এখন রোদ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বুধবার হঠাৎই কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে উল্লেখ করেন তিনি।

*ঘন কুয়াশায় ঢাকায় প্লেন ওঠানামা ব্যাহত

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসজে/আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।