অতিরিক্ত কুয়াশার কারণে ভিজিবিলিটি না থাকায় শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে প্লেন ওঠা-নামা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ফলে এদিন রাত ১টার পর থেকে একাধিক ফ্লাইট দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দরটিতে অবতরণ ও উড্ডয়নে ব্যর্থ হয়।
সর্বশেষ তথ্য মতে শনিবার রোববার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যান্তরীণ ফ্লাইটগুলো বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে এসব ফ্লাইটের যাত্রীদেরকে।
সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার, ইনসপেক্টর (এপিবিএন) আব্দুল গনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কুয়াশার কারণে রাত ১টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কমলে প্লেন চলাচল আবারও স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসআইজে/জিপি