ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সালমা-রুমানাদের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্স

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৮
সালমা-রুমানাদের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইউএস-বাংলার কর্মকর্তারা।

ঢাকা: মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ টি-২০ ফাইনালে ফেবারিট ভারতকে ৩ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩১৬ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন তারা।

এক প্রেসবিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বিদেশের মাটিতে ক্রিকেট পরাশক্তি ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হয়ে দেশকে পবিত্র ঈদুল ফিতরের আগে আগাম আনন্দবার্তা দেওয়ায় দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও সব কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

একই সঙ্গে নারী ক্রিকেট দলকে বহনকারী হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পছন্দের শীর্ষে রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুন ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।