ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

প্লেন টিকিটে ছাড় দিতে গ্রামীণফোন-গো-জায়ান চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
প্লেন টিকিটে ছাড় দিতে গ্রামীণফোন-গো-জায়ান চুক্তি

ঢাকা: স্টার গ্রাহকদের জন্য প্লেনের টিকিট ক্রয়ে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দিতে গো-জায়ানের সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন। বিশেষ এ অফারটি অক্টোবর মাস থেকে কার্যকর হবে।

গো-জায়ান আইএটিএ নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্সি, যা গ্রাহকদের অনলাইনে ওয়ান-স্টপ ট্রাভেল সল্যুশন দিয়ে থাকে।  

জিপি স্টারদের জন্য গো-জায়ান ও গ্রামীণফোনের এ অফারটি ১ অক্টোবর থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত চলবে।

জিপি স্টার গ্রাহকরা আগামী ৬ মাসে গো-জায়ান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট ক্রয়ে সর্বমোট ২২ হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার টিকিট ক্রয়েই ডিসকাউন্টের পরিমাণ বাড়তে থাকবে।  

আকর্ষণীয় এ অফার নেওয়া যাবে শুধুমাত্র www.gozayaan.com/gpstar -এ ওয়েবসাইট থেকে।  

জিপি স্টারদের বিশেষ ডিসকাউন্টে অনলাইন টিকিট বুকিং সুবিধায় সম্প্রতি গ্রামীণফোনের ও গো-জায়ানের মধ্যে জিপি হাউজে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেডের বিপণন বিভাগের অধীনে হেড অব কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট এ. ই. এম. সাইদুর রহমান এবং গো-জায়ানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিদওয়ান হাফিজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।