ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দীর্ঘ-বিরতিহীন ফ্লাইট চালু করলো কান্তাস এয়ারলাইনস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
দীর্ঘ-বিরতিহীন ফ্লাইট চালু করলো কান্তাস এয়ারলাইনস

সিডনি: বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিরতিহীন ফ্লাইট চালু করলো অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনস। প্রথমবারের মতো নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত কোনো এয়ারলাইনস এতো দীর্ঘপথ কোথাও না থেমে সরাসরি ফ্লাইট চালু করলো।

শুক্রবার (১৮ অক্টোবর) ৪০ জন যাত্রী নিয়ে কান্তাসের বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছে। এসব যাত্রীর অধিকাংশই কান্তাসের কর্মচারী।

এ দীর্ঘপথ অতিক্রম করে আগামী রোববার (২০ অক্টোবর) সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে অবতরণের কথা রয়েছে প্লেনটির।

এ বছর অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইনের পরিকল্পিত তিনটি ‘দীর্ঘ প্লেন যাত্রার’ প্রথমটিতে গবেষকরা ১৯ ঘণ্টার বিরতিহীন যাত্রায় যাত্রীদের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।