ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

চলতি বছর ইউএস-বাংলার বহরে যোগ হবে ১০টি ব্র্যান্ড নিউ প্লেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
চলতি বছর ইউএস-বাংলার বহরে যোগ হবে ১০টি ব্র্যান্ড নিউ প্লেন

সিলেট থেকে: চলতি বছর ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৫ম প্রজন্মের আরো ১০টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ প্লেন যোগ হবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, বর্তমানে ৫ম প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর উড়োজাহাজ আমাদের বহরে রয়েছে। চলতি বছর আরো ১০টি ব্র্যান্ড নিউ প্লেন বহরে যোগ হবে।

যে প্রযুক্তির প্লেন দেশীয় কোনো এয়ারলাইন্সের বহরে নেই।  

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেটের পর্যটন মোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন সিইও মেসবাহ উদ্দিন আহমেদ।  

অভ্যন্তরীণ কানেক্টিভিটি বাড়ানোই আমাদের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আকাশ পথে বাংলাদেশকে হাতের মুঠোয় আনার স্বপ্ন নিয়ে কাজ করছেন।  

শিগগিরই সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সৈয়দপুরসহ বিভিন্ন রুটে কানেক্টিং ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পুরো দেশকে হাতের মুঠোয় আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এক ফ্লাইটেই মানুষ যাতে পুরো বাংলাদেশ ঘুরতে পারে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র ক্যাপ্টেন মশিউল আজম, ফ্লাইট অপারেশন পরিচালক মনিরুল হক জোয়ারদার ও মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।